ফারেল উইলিয়ামসের সঙ্গে ভগ-এর কভার শ্যুটে ঐশ্বর্য
'ভগ ইন্ডিয়া'র কভারের জন্য ফটোশ্যুটে ফের একবার সকলকে মুগ্ধ করলেন রাই সুন্দরি।
তাঁর সৌন্দর্য চিরন্তন, আরও একবার 'ভগ ইন্ডিয়া'র ফটোশ্যুটে তারই ছাপ রাখলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড।
মার্কিন জনপ্রিয় গায়ক ফারেল উইলিয়ামসের সঙ্গে এই ফটোশ্যুট করেন ঐশ্বর্য রাই বচ্চন।
'ভগ-ইন্ডিয়া'র ফটোশ্যুটে লাল রঙের গাউনে এদিন মোহময়ী লাগছিল রাই সুন্দরিকে।
ফারেল উইলিয়ামস মার্কিন মুলুকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা গীতিকার।
কিছুদিন আগেও বিশেষ ফ্যাশান ব্র্যান্ডের নতুন পোশাক লঞ্চের জন্য হোলির সময় এদেশে এসেছিলেন ফারেল উইলিয়ামস। সেসময় রণবীর সিংয়ের সঙ্গে হোলিও খেলেন ফারেল।
'ভোগ ইন্ডিয়া'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বর্য রাই বচ্চন জানান, তিনি আপাতত তাঁর বেশিরভাগ সময় মেয়ে আরাধ্যার সঙ্গে কাটান। আরাধ্যার একজন ন্যানি আছেন, তবে আরাধ্যার সঙ্গে বেশিরভাগ সময় কাটাতেই তিনি পছন্দ করেন।
ল্যাভেন্ডার রঙের ফ্লাওয়ার গাউনে এদিন ঐশ্বর্যকে এদিন প্রিন্সেসের মতই দেখাচ্ছিল।