বচ্চন পরিবারে Holi-র ছবি পোস্ট করলেন Aishwarya Rai Bachchan

Tue, 30 Mar 2021-2:29 pm,

দ্বিতীয় দফায় করোনার সংক্রমণে দেশজুড়ে এবছর হোলি সেলিব্রেশন কিছুটা ফিকেই ছিল। প্রত্যেক বছরের মতো ঘটা করে না হলেও এবারও বচ্চন পরিবারে হোলি সেলিব্রেশন হয়েছে। তারই কিছু ছবি উঠে এসেছে ঐশ্বর্য রাই বচ্চনের ইনস্টাগ্রামের পাতায়। যেখানে উঠে এসেছে ছোট্ট আরাধ্যার ছবি। 

হোলির ঠিক আগের দিন বচ্চনদের জলসায় 'হোলিকা দহন'-এর ছবিও পোস্ট করেছেন ঐশ্বর্য। যে অনুষ্ঠানকে বাংলায় বলে কিনা নেড়াপোড়া।

গোলাপী রং মাখা এই হাত দুটি যে অভিষেক-ঐশ্বর্য কন্যা আরাধ্যার তা বুঝে নিতে অসুবিধা হয় না।

প্রত্যেক বছরই বচ্চন পরিবারে ঘটা করেই হোলি সেলিব্রেট করা হয়। এই বিশেষ দিনে অমিতাভ-জয়ার মেয়ে শ্বেতা বচ্চনের পরিবারও উপস্থিত থাকে। থাকেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। তবে এবার আর বচ্চন পরিবারে বাইরের কেউ উৎসব উদযাপনে আমন্ত্রিত ছিলেন না।

ফাইল ছবি

অভিষেক বচ্চন অবশ্য হোলি সেলিব্রেশনের পুরনো একটি ছবির মাধ্যমেই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে অভিষেক ছাড়াও দেখা যাচ্ছে ঐশ্বর্য ও আরাধ্যাকে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link