প্যাডম্যান-এর শ্যুটিংয়ে অক্ষয়, সোনম, রাধিকা
প্যাডম্যানের শ্যুটিং চলাকালীন নিউ ইয়র্কে সোনম কাপুরের সঙ্গে অক্ষয়। নিউ ইয়র্কের শ্যুটিংয়েও উপস্থিত ছিলেন অক্ষয়পত্নী টুইঙ্কেল।
ইন্দোরে প্রথম দফার শ্যুটিং-এর পর নিউ ইয়র্কেও সোনম কাপুরের সঙ্গে প্যাডম্যানের শ্যুটিং সারলেন অক্ষয়।
ইন্দোরে ফিল্মের শ্যুটিং চলাকালীন সেখানে উপস্থিত থাকতে দেখা যায় অক্ষয় কন্যা নীতারাকেও। শ্যুটিং-এর মাঝে নীতারাকেও সাইকেলে চড়িয়ে ঘোরান অক্ষয়।
অক্ষয়ের এই আপকামিং ফিল্ম প্যাডম্যান-এর প্রযোজনা করছেন খোদ অক্ষয়পত্নী টুইঙ্কেল খান্নার প্রযোজনা সংস্থা মিসেস ফানি বোনস মুভিজ।
ইন্দোরে প্যাডম্যান-এর শ্যুটিং চলাকালীন অক্ষয়কে দেখতে উপচে পড়ে ভক্তদের ভিড়।
ইন্দোরের মহেশ্বরিতে রাধিকার সঙ্গে সিনেমার বেশকিছু অংশের শ্যুটিং করেছেন অক্ষয়।
'প্যাডম্যান'-এ রাধিকা আপ্তে ও সোনম, বলিউডের দুই ডিভার সঙ্গে দেখা যাবে অক্ষয়কে। দেশ ও বিদেশ বিভিন্ন জায়গায় চলে প্যাডম্যানের শ্যুটিং
প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের আপকামিং ছবি 'প্যাডম্যান'। 'টয়লেট এক প্রেমকথা'র পর অক্ষয়ের যে দুটি ছবি আলোচনায় রয়েছে তার মধ্যে 'প্যাডম্যান' অন্যতম।