Akshaya Tritiya in 2024: এ বছর কবে অক্ষয় তৃতীয়া? কখন শুভ মুহূর্ত? জানুন, অতি পবিত্র এ তিথির আশ্চর্য মাহাত্ম্য...

Soumitra Sen Thu, 02 May 2024-7:57 pm,

আগামী ১০ মে। ভোর ৪টে ১৭ মিনিটে শুরু হবে এই তিথি। পরদিন  রাত ২টো৫০ মিনিট পর্যন্ত থাকবে এ তিথি।

এদিন অনেকেই ভোরবেলা উঠে গঙ্গা বা নদীতে স্নান করেন। 

তারপর মন্দিরে প্রদীপ জ্বালান। এদিন দেবী লক্ষ্মী ও শ্রীবিষ্ণুর পূজার রীতি।  ভক্তেরা সারাদিন উপোস করে থাকেন এবং যথাসময়ে পুজো ও আরতি করে ব্রত ভঙ্গ করেন।

কেন অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য? অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এদিন পরশুরাম জন্ম গ্রহণ করেছিলেন। বলা হয়, এদিনই গঙ্গা মর্ত্যে নামেন, আবার এদিনই মহাভারত রচনা শুরু হয় বলে মনে করা হয়। তাই দিনটি এত বিশেষ।

ধনত্রয়োদশীর মতো এদিনও অনেকে ধাতু কেনেন। কেনেন স্বর্ণ বা রৌপ্য বা কোনও নতুন জিনিস। 

দিনটি এতই পুণ্যের যে, এদিন মানুষ নানা শুভ কাজ করার জন্য আয়োজন করে রাখেন। অনেকেই এদিন বাড়ি-জমি ইত্যাদি সম্পত্তি কেনেন। বা গৃহপ্রবেশ বা ওই ধরনের কোনও শুভ কাজ অনুষ্ঠান করেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link