ছিলেন ক্রিকেটার, হলেন `স্যর`! নাইটহুড উপাধিতে সম্মানিত প্রাক্তন অধিনায়ক

Suman Majumder Sat, 29 Dec 2018-3:24 pm,

ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় তাঁকে ওপরের দিকেই রাখা হয়। একইসঙ্গে সফল ক্যাপ্টেন হিসাবেও তাঁর সুখ্যাতি রয়েছে। এত কৃতিত্বের জন্য সম্মান তাঁর প্রাপ্য ছিল। সেটাই পেলেন অ্যালিস্টার কুক। 

সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে অবসর নিয়েছেন। কিন্তু ইংল্যান্ডের মানুষ তাঁকে ভোলেননি। অবসরের পর অনন্য সম্মান পেলেন কুক। 

নাইটহুড সম্মান পেলেন কুক। একইসঙ্গেএবার থেকে আর শুধু কুক নয়। স্যর কুক বলে সম্বোধন করতে হবে তাঁকে। 

২০০৬ সালে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক। প্রথম ম্যাচেই সেঞ্চুরি। জীবনের শেষ ম্যাচেও কুক একইরকমভাবে উজ্জ্বল। 

এর আগে ইয়ান বথাম এই সম্মান পেয়েছিলেন। ২০০৭ সালে। এর পর নাইটহুড সম্মানে সম্মানিত হলেনএকমাত্র কুক। রানী এলিজাবেথের হাত থেকে এই সম্মান গ্রহণ করলেন কুক। 

১৬১ টেস্টে ১২, ৪৭২ রান। ৩৩টি সেঞ্চুরি। ব্রিটিশ ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে  সর্বোচ্চ রানের মালিক তিনিই। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link