আলেজান্দ্রোর পদত্যাগ, ইস্টবেঙ্গলের নতুন কোচের দৌড়ে কে?
ডার্বি হারের ৪৮ ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরে দাঁড়ালেন স্প্যানিশ আলেজান্দ্রো।
তড়িঘড়ি শুরু হয়ে যায় নতুন কোচ খোঁজার কাজ। সুভাষ ভৌমিক বা শঙ্করলাল চক্রবর্তীর নাম উঠে এলেও বিদেশি কোচের দিকেই আপাতত পাল্লা ভারী।
ইস্টবেঙ্গলের নতুন কোচ হতে পারেন করিম বেঞ্চারিফা।
দৌড়ে রয়েছেন বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন কোচ অ্যাশলি ওয়েস্টউড।
তবে আলেজান্দ্রোর এক সময়ের সহকারি মারিও হতে পারেন ইস্টবেঙ্গলের কোচ।