ত্বক সুস্থ রাখতে `নাইট ক্রিম` ব্যবহার করেন না আলিয়া

Mon, 14 Jun 2021-11:43 pm,

বলিউডের অন্যতম সুন্দর অভিনেতা তিনি। তাঁর অভিনয় দিয়ে জয় করেছেন সকলের মন। বারবার চ্যালেঞ্জ নিয়েছে অভিনয়ে জগতে। এখনও পর্যন্ত তাঁর শেষ সিনেমা গাঙ্গুবাই। তাঁর উচ্চতা, শারীরিক গড়ন, চেহারা ও মুখের টোল পড়া হাসি মুগ্ধ করে সবাইকে। বেশিরভাগ সিনেমাতেই আলিয়াকে ন্যাচারাল লুকে দেখা যায়। বিনা মেকআপে পাপারাৎজিদের সামনে আসতে বিন্দুমাত্র সঙ্কোচ করেন না তিনি।। তাঁর মসৃণ ও কোমল ত্বক সবার কাছেই আকর্ষণের, কীভাবে তিনি ত্বকের যত্ন নেন?

রূপচর্চায় মুলতানি মাটির গুণাগুণ অনবদ্য, আর বি-টাউনের এই অভিনেতার সৌন্দর্যের অন্যতম রহস্য fuller's earth (মুলতানি মাটি)।

 

 Alia একটি সাক্ষাৎকারে জানান, তাঁর হাতে সময় থাকলে তিনি Honey Mask ( মধুর মাস্ক) ব্যবহার করেন, ১৫ মিনিটের জন্য মুখে এই মাস্ক রেখে ধুয়ে ফেলেন তিনি। 

 

আলিয়া ত্বককে মোলায়েম রাখতে সর্বদা moisturiser এর ব্যবহার করেন, যার ফলে তাঁকে সবসময় উজ্জ্বল দেখায়। 

 Alia র  সৌন্দর্যের আসল কারণ তাঁর নো-মেক আপ লুক। বিনা মেকআপে এই বলি তারকাকে প্রায়শই  দেখা যায়, তাঁর স্কিনের স্বাস্থ্য এতই ভালে যে  মেকআপের প্রয়োজন হয় না।  

আলিয়া দিনে অন্তত একবার Ice cubes চোখে দিতে পছন্দ করেন,  কারণ আইস কিউব ব্যবহার করলে ঠান্ডা সংকোচনের নিয়মে চোখের ফোলাভাব কমে।

সারাদিন রূপচর্চার পর ত্বককে বিশ্রাম দেওয়ার পরামর্শ আলিয়ার। রাতে ত্বকে কোনও night cream না লাগানোর পরামর্শ তাঁর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link