Alien Message From Mars: মঙ্গলগ্রহ থেকে ১৬ মিনিটে পৃথিবীতে পৌঁছল আশ্চর্য সিগন্যাল! জানা গেল অজানা রহস্য...
তেমনই এক চেষ্টার ছবি দেখা গেল। মহাজাগতিক এক সিগন্যালের রহস্যভেদ করলেন এক বাবা ও তাঁর মেয়ে।
না, তবে একেবারে বিচ্ছিন্ন নয়। আ সাইন ইন স্পেস প্রজেক্ট-এর অধীনে গবেষকরা এমন সব সিগন্যালের রহস্যভেদ করার চেষ্টা করে চলেছেন।
গত বছরের মে মাসে মঙ্গল গ্রহের চারপাশে ঘুরতে থাকা মহাকাশযানের মাধ্যমে সিগন্যালটি এসে পৌঁছয়।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্পেসক্র্যাফ্টে আসা ওই সিগন্যাল অনলাইনে আপলোড করা হয়েছিল। প্রায় এক বছর ধরে ওই সিগন্যাল নিয়ে কাটাছেঁড়া করেছেন বাবা কেন শ্য়াফিন ও তাঁর মেয়ে।
গত জুন মাসে ওই সিগন্যালে রহস্যভেদ করতে সাফল্য পান তাঁরা। তাঁরা খতিয়ে দেখেন সিগন্যালটি কোনও একটি জায়গায় স্থির হয়ে নেই!
জানা গিয়েছে, এই সিগন্যাল মঙ্গল থেকে পৃথিবীতে পৌঁছেছে মাত্র ১৬ মিনিটে। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার অ্যালেন টেলিস্কোপে ধরা পড়ে সেই সিগন্যাল। ধরা পড়ে ইতালির বোলোগনার মেডিসিনা রেডিও অ্যাস্ট্রোনমিক্যাল স্টেশনেও। এরপর অনলাইনে আপলোড করা হয় এই সংক্রান্ত তথ্য। অ্যামিনো অ্যাসিড থেকেই তৈরি হয়েছিল ওই সিগন্যাল।