নতুন বছরে গ্রাহকদের উপহার Jio-র, আগামীকাল থেকে সব নেটওয়ার্কে কল ফ্রি

Thu, 31 Dec 2020-2:49 pm,

নতুন বছরে গ্রাহকদের বড়সড় উপহার দিল জিও। আগামীকাল থেকে জিও থেকে অন্য যে কোনও নেটওয়ার্কে কল ফ্রি। 

জিও থেকে জিও-তে কল সব সময় ফ্রি ছিল। কিন্তু এবার থেকে অফ নেট অর্থাত্ জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিং ফ্রিং হয়ে যাবে। 

নতুন বছরের প্রথম দিন থেকে interconnect usage charges (IUC) বন্ধ হচ্ছে। তাই অন্য নেটওয়ার্কে কলি ফ্রি করে দিচ্ছে জিও।

 

দেশের যে কোনও প্রান্তে যে কোনও নেটওয়ার্কে ফ্রি-তে কল করতে পারবেন জিও ব্য়বহারকারীরা। 

সেপ্টেম্বর elecom Regulatory Authority of India (TRAI) IUC চার্জ নেওয়া হবে বলে জানিয়েছিল। তার পর থেকেই অন্য নেটওয়ার্কে কলিং-এর ক্ষেত্রে ফ্রি পরিষেবা তুলে দেয় জিও। 

জিও-র তরফে বলা হয়েছিল, আইওসি চার্জ উঠলেই আবার অন্য নেটওয়ার্কে কলিং ফ্রি হবে। প্রতিশ্রুতিমতো নতুন বছর থেকে জিও থেকে যে কোনও নেটওয়ার্কে কল ফ্রি। 

জিও পরিষেবা শুরু করার পর থেকে কিন্তু প্রতিটি নেটওয়ার্কে কলিং ফ্রি রেখেছিল। তবে তার পর আইওসি চার্জ-এর জন্য তা তুলে নিতে বাধ্য হয়।

এখন দেখার নতুন বছরে মোবাইল ডেটা-র ক্ষেত্রেও জিও বড় কোনও ছাড়ের ঘোষণা করে নাকি!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link