অনলাইনে অবাধ যৌনতা? নেটফ্লিক্স থেকে নিউজ, এবার সবটাই নজরে রাখবে তথ্য সম্প্রচার মন্ত্রক
নিজস্ব প্রতিবেদন : এখন থেকে গোটা ডিজিটাল মিডিয়া কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ হল।
ব্যবসা সংক্রান্ত আইন সংশোধন করে আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। নয়া নির্দেশনামায় সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি কোবিন্দ।
আইন সংশোধনের ফলে সমস্ত অনলাইন খবরের সাইট, OTT প্ল্যাটফর্ম এবার থেকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় এল।
প্রসঙ্গত, বহু সময়ই অনলাইনে বহু খবর প্রকাশ করার অভিযোগ সামনে এসেছে। একইরকমভাবে নেটফ্লিক্স ধরনের OTT প্ল্যাটফর্মগুলিতে যৌনতায় ভরপুর ভিডিয়ো কনটেন্ট প্রকাশ করার অভিযোগও উঠেছে।
এবার থেকে গোটা বিষয়টি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় আসায় ভুয়ো খবর ও যৌন সুড়সুড়িতে ভরপুর কনটেন্ট আটকানো সহজ হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল।