Black Thread: সকলে কালো সুতো পরবেন না! এই রাশির জাতকদের জন্য তা বিপদ ডেকে আনে...
ইদানীং সকলেই যে, এই ব্যাপারটিতে বিশ্বাস করেন তা কিন্তু নয়। তাঁরা কালো সুতো ধারণ করেন চলতি ফ্যাশনের অঙ্গ হিসেবে।
কিন্তু তাঁদের অনেকেই হয়তো এ বিষয়ে সচেতন নন যে, এই কালো সুতো সকলের জন্য সমান ফলদায়ক নয়। শুধু তাই নয়, কালো সুতো অনেকের জীবনে ডেকে আনতে পারে নানা অশুভও।
যেমন অনেকের ক্ষেত্রেই দেখা যায়, কালো চাল খুব অশুভ হয়। ব্ল্যাক রাইসকে অনেকে তাই 'ফরবিডেন রাইস'ও বলে থাকে। তাই কালো সুতো পরার আগে আপনার রাশির পক্ষে তা শুভ ফলদায়ক কিনা জেনে নিন।
কালো সুতো মেষ রাশি ও বৃশ্চিক রাশির পক্ষে শুভ নয়। এই দুই রাশির অধিপতি হল মঙ্গল। তাই এদের পক্ষে মঙ্গলদায়িনী রং হল লাল।
মনে করা হয় মঙ্গল একেবারেই কালো কোনও কিছু পছন্দ করে না। তাই এই রাশির জাতকেরা কালো কিছু পরলে ,সেটা তাদের পক্ষে অশুভ হতে পারে। এঁদের অর্থনৈতিক ক্ষতি হতে পারে, সম্মানহানি হতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।
তবে এঁরা যদি একান্তই কালো সুতো পরতে চান, সেটা কি কোনও ভাবেই পারবেন না? হ্যাঁ, পারবেন। তাঁরা শনিবার পরতে পারেন।
কালো সুতো হাতে বা পায়েই মূলত পরা হয়। তবে, অনেকে আবার বাড়িতেও কালো সুতো বাঁধেন। সেক্ষেত্রে সদর দরজায় লেবু টাঙানো হয়। কেউ যদি কোনও দীর্ঘ অসুখে ভোগেন তবে তার হাত থেকে রেহাই পেতে তাঁরা গলায় পরতেই পারেন কালো সুতো। তবে সেই সুতোয় মাখাতে হবে হনুমানজির পায়ের সিঁদুর।