Tea Shop: রাত ১০টা বাজলেই বন্ধ করে দিতে হবে এলাকার সব চায়ের দোকান! চলবে না তাস-ক্যারাম-টিভিও...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত ১০টা বাজলেই বন্ধ করে দিতে হবে এলাকায় সব চায়ের দোকান।
এমনকি রাত ১০টার পর বন্ধ দোকানে ক্যারাম খেলা, টিভি দেখা ও তাস খেলাও।
বদলের বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমনই নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
সাতক্ষীরার সাত উপজেলায় এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
যদিও প্রশাসনের তরফে দাবি করা হয়েছে যে পরিবারকে আরও বেশি করে সময় দিতে ও শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় মনোযোগ দিতে পারে তাই এই নির্দেশিকা।