Kolkata Metro: বাংলা কি ক্রমে যোগীরাজ্য়! নীতিপুলিসের দাপটে প্রকাশ্যে প্রেমও দায়?

Viral Video: কারও কাছে এটি অতি জঘন্য এবং নক্ক্যারজনক। কারও মতে এতে নাক সিঁটকানোর কিছু নেই। এক নেটিজেন বলেন, ‘এদের কিছু বলার নেই জাস্ট। ’আবার অনেকের মতে এটা প্রোগ্রেসিভ কলকাতার ছবি। 

Updated By: Dec 16, 2024, 05:10 PM IST
Kolkata Metro: বাংলা কি ক্রমে যোগীরাজ্য়! নীতিপুলিসের দাপটে প্রকাশ্যে প্রেমও দায়?
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার থেকেই কলকাতা মেট্রোর এক ভিডিয়ো নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে চুমু খেতে ব্যস্ত যুগল। দিল্লি মেট্রোর এমন অসংখ্য ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার শিরোনামে কলকাতা মেট্রো। আশেপাশে গুটি কয়েক যাত্রী। তাঁদের উপস্থিতি হেলায় উপেক্ষা করে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে প্রেমে মগ্ন…। কালীঘাট মেট্রো স্টেশনের এ দৃশ্য দেখতে বোধহয় প্রস্তুত ছিলেন না আশেপাশের মানুষ। 

আরও পড়ুন, Swasthya Sathi: ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম? স্বাস্থ্যসাথীতে কড়া রাজ্য!

যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল। ভিডিয়োটি কবে তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে এই ঘটনায় পুরো বিষয়টি নিয়ে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে নেটপাড়া। কারও কাছে এটি অতি জঘন্য এবং নক্ক্যারজনক। কারও মতে এতে নাক সিঁটকানোর কিছু নেই। নেটিজেন বলেছেন, ‘কলকাতা তো এদিক থেকে লন্ডন হয়ে গেল।’ 

অপর এক ইউজার লিখেছেন, পুলিসের উচিত এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অনেকের আবার বক্তব্য, আপনি যদি প্রেম এবং রোমান্স করতে চান, তবে হোটেলে যান! পাবলিক প্লেসে কেন এই নোংরামি?  আবার অনেকের মতে এটা প্রোগ্রেসিভ কলকাতার ছবি। তারা আবার বিষয়টির মধ্যে খারাপ কিছু খুঁজে পাননি।প্রকাশ্যে মূত্রত্যাগ করা যেতে পারে, শ্লীলতাহানি করতে পিছপা হন না। অথচ চুমু খেতে দেখে অবাঞ্ছিত মনে হচ্ছে। 

আরও পড়ুন, RG kar Incident: আরজি কর কাণ্ডে ফের আন্দোলন? ধর্মতলায় ধরনায় বসতে চেয়ে সিপি-কে চিঠি....

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.