জেনে নিন নতুন 2020 Suzuki Hayabusa-এর খুঁটিনাটি
শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে 2020 Suzuki Hayabusa। সীমিত সংখ্যায় বিএস-৬ (BS6) ইঞ্জিন-সহ ভারতে বিক্রি করা হবে নতুন Hayabusa।
2020 Suzuki Hayabusa-এ থাকছে একটি ১,৩৪০ সিসি-এর চার সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৯৭ বিএইচপি (bhp) শক্তি আর ১৫৫ এনএম (Nm) টর্ক পাওয়া যাবে।
‘০’ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছাতে ৩ সেকেন্ডেরও কম (২.৭৪ সেকেন্ডে) সময় নেবে 2020 Suzuki Hayabusa।
সংস্থার দাবি, 2020 Suzuki Hayabusa-এর সর্বোচ্চ গতিবেগ ২৯৯ কিলোমিটার প্রতি ঘণ্টা।
2020 Suzuki Hayabusa-এর দাম ১৩,৭৪,৯৪১ টাকা (এক্স শোরুম)।