Marriage Between Two Hindus: `দুই হিন্দুর মধ্যে বিয়ে পবিত্র, এক বছরের মধ্যে ডিভোর্স হবে না`, নির্দেশ হাইকোর্টের!

Thu, 30 Jan 2025-2:23 pm,
Hindu Marriage

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিভোর্স সংক্রান্ত মামলায় আদালতের বড় নির্দেশ। 

 

Hindu Marriage

দুই হিন্দুর মধ্যে বিয়ে পবিত্র, এক বছরের মধ্যে ডিভোর্স হবে না। নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। 

 

Hindu Marriage

বিচারপতি অশ্বনী কুমার মিশ্র এবং বিচারপতি দোনাদি রমেশের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। 

 

নিশান্ত ভরদ্বাজ এবং ঋষিকা গৌতম হিন্দু বিবাহ আইন ১৯৫৫-র ১৩বি ধারার আওতায় বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন।

 

যে মামলাতেই এক বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদে নিষেধাজ্ঞার বিষয়টি ওঠে।

 

আদালত বলে, দুই হিন্দুর মধ্যে বিয়ে পবিত্র আর তার বিচ্ছেদ শুধুমাত্র আইনে অনুমোদিত কারণের জন্যই অনুমোদিত হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link