বাজেটে কোথায় কোথায় কমল বরাদ্দ? কী বললেন মুখ্যমন্ত্রী?
২০১৯ অন্তর্বর্তী বাজেটে ৫ লাখ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে ছাড় ঘোষণা করা হলেও বহু ক্ষেত্রে বাজেটে বরাদ্দ কমানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মুখ্যমন্ত্রী বলেন, ১০০ দিনের কাজে কোনও বরাদ্দ নেই। গ্রামীণ অর্থনীতিতে কোনও বরাদ্দ বাড়েনি।
স্বচ্ছ ভারতে ২৫ শতাংশ বরাদ্দ কমানো হয়েছে।
স্কিল ডেভেলপমেন্টে ১৩.৪ শতাংশ কমেছে বরাদ্দ। এদিকে নোটবন্দির পর থেকে গত একবছরে দেশে বেকারের সংখ্যা বেড়েছে।
তপশিলি জাতি-উপজাতির জন্য বরাদ্দ ২৯.০৯ শতাংশ, অন্যান্য অনগ্রসর জাতির জন্য বরাদ্দ ২০.৮ শতাংশ কমানো হয়েছে।
উজালা প্রকল্পে ৪৯.৯ শতাংশ বরাদ্দ কমানো হয়েছে।
তিনি বলেন, এনপিএ ৫ গুণ বেড়ে ১০ লাখ কোটি টাকা হয়ে গিয়েছে। ব্যাঙ্ককে ধ্বংস করেছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ মোদী সরকার।