বহু মানুষ কর্মহীন, ভারতে ৫০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগ করবে Amazon
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে গোটা দেশে চলছে চতুর্থ দফার লকডাউন।হাঁপিয়ে উঠেছে দেশবাসী। কর্মহীন বহু মানুষ। লকডাউন উঠলে আরও বহু মানুষের কাজ হারানোর আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে সুসংবাদ দিল অ্যামাজন।
সারা দেশে ৫০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগ করবে বলে জানিয়ে ই—কমার্স সংস্থা। লকডাউনের শুরু দিকে ক্ষতির মুখে পড়েছিল ই—কমার্স সংস্থাগুলি। কিন্তু এখন লকডাউনে শিথিল করায় ফের চাহিদা তুঙ্গে। ফলে প্রচুর কর্মীর প্রয়োজন।
অ্যামাজনের ডেলিভারি বয় ও গোডাউনে কাজ করার জন্য অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। বহু সংস্থা ইতিমধ্যে কর্মী ছাটাইয়ের রূপরেখা তৈরি করে ফেলেছে। তার মধ্যে অ্যামাজনের এমন সিদ্ধান্ত প্রংশসা কুড়োচ্ছে।
সম্প্রতি ভারত সফরে এসে অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস জানিয়েছিলেন, ২০২৫ সালের মধ্যে ভারতে তিনি ১০ লক্ষ চাকরি দেবেন। সেই পথেই এবার তিনি এগোচ্ছেন।
অ্যামাজনের এ টু জেড সংসারে নতুন সংযোজন অ্যামাজন ফুড। জোমাটো ও সুইগির মতো এবার অ্যামাজনও ফুড ডেলিভারি করবে। বাছাই করা রেস্তোঁরা ও ক্লাউড কিচেন থেকে খাবার পৌঁছে দেওয়া হবে বাড়িতে বাড়িতে।