হোয়াইট হাউসের সিংহাসন হারাতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প? জেনে নিন ভোটের ফলাফল
নিজস্ব প্রতিবেদন: মার্কিন মুলুকে চলছে ভোট গণনা। হোয়াইট হাউস কার দখলে? মূলত, সর্বশেষ ফলাফলের জন্য সবার চোখ এখন ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর দিকে।
এখনও পর্যন্ত যেসব রাজ্যের ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে ইলেকটোরাল কলেজ ভোটে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন এগিয়ে। কিন্তু ট্রাম্প বাইডেনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। চলছে তীব্র লড়াই।
জয় পেতে ম্যাজিক সংখ্যা ২৭০ পেতে হবে।
মোট ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪২টি রাজ্যের তথ্য অনুযায়ী, জো বাইডেন ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন, আর ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৪টি ভোট।
জো বাইডেন ইতিমধ্যে জানিয়েছে, আমরা জিতব মার্কিন নির্বাচনে। পরিসংখ্যান বলছে জয়ের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছেন বাইডেন।
স্থানীয় সময় অনুযায়ী সারা রাত ধরে চলেছে কাউন্টিং পর্ব চলার পর বাইডেন বলেন "আমরা ঘোষণা করছি না আমরা জিতেছি। কিন্তু আশা রাখছি কাউন্টিং শেষে আমরা জিততে পারি"।
গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভানিয়া, মিশিগান, আইওয়া এবং উইসকনসিনের গণনায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।