ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের মাঝেও গোয়ায় ছুটি কাটাচ্ছেন নাফিসা আলি
২০১৮ সালটা ক্য়ান্সার যেন বি-টাউনে থাবা ফেলেছে। একের পর এক অভিনেতা-অভিনেত্রী ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আর এই তালিকায় রয়েছেন অভিনেত্রী নাফিসা আলিও।
ইরফান খান, সোনালি ব্রেন্দ্রে, ঋষি কাপুর, আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের পাশাপাশি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন একসময় বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী নাফিসা আলি।
এই মুহূর্তে ক্যান্সারের তৃতীয় স্টেজে রয়েছেন অভিনেত্রী।
চিকিৎসা চলছে অভিনেত্রীর, তবুও চিকিৎসার মাঝেই নববর্ষের ছুটি কাটাতে নাফিসা আলি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পোঁছেছেন।
নারকেল গাছের সামনে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ''নারকেল গাছ আমার ভীষণ পছন্দের।''
নাফিসা আলি লিখেছেেন তাঁর মেয়ে আরমানা, জামাই আদিলে এই ছুটি কাটানোর ব্যবস্থা করেছেন।
পরিবারের সঙ্গে গোয়ায় ছুটি কাটানোর বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নাফিসা।
১৯৭৯ সালে জুনুন, ১৯৯৮ সালে মেজর সাব, ২০০৮ এ লাইফ ইন অ্যা মেট্রো, ২০১১ গুজারিশ, ও শেষবার ২০১৮তে সাহেব বিবি অৌর গ্যাংস্টার ছবিতে দেখা গেছে অভিনেত্রী নাফিসা আলিকে।
শুধু অভিনয়ই নয় রাজনীতিতেও যোগ দেন নাফিসা আলি। কংগ্রেসে যোগ দেন তিনি, ২০০৯ সালে সমাজবাদী পার্টির হয়ে ভোটেও লড়েন তিনি।
অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার প্রসঙ্গে নাফিসা আলি জানিয়েছিলেন, তাঁর বাবা কখনওই চাননি তিনি অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন।
২১ বছর বয়সে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি অভিনয়ই করবেন, আর সিদ্ধান্ত নেওয়ার পরই তিনি মুম্বই চলে আসেন।
তবে অভিনেত্রীর কথা অভিনয় নিয়ে তাঁর বাবার কথা শুনতে হলে তাঁকে আফসোস করতে হত।
কিছুদিন আগেই অভিনেত্রী পোস্ট করেছিলেন একটি ছবি যেখানে দেখা গিয়েছিল ক্যান্সারের জন্য কেমোথেরাপি চলছে, তাই চুল উঠে যাচ্ছে অভিনেত্রীর।
একটি ভিডিওতে নাতি নাতনিদেরই অভিনেত্রীর চুল কেটে দিতে দেখা যায়।
অভিনেত্রীর কথায়, তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও তাঁর পরিবার তাঁর পাশে রয়েছে।
নাফিসার কথায়, আমি অসুস্থ না হলে বুঝতেই পারতাম না, পরিবারের সকলে আমায় এতটা ভালোবাসে।