৫ বছরে লাফিয়ে বাড়ল অমিত শাহ ও তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ

Sun, 31 Mar 2019-6:04 pm,

বয়সের কারণে গান্ধীনগরে আর প্রার্থী হননি লালকৃষ্ণ আডবাণী। শনিবার ওই আসনে মনোনয়নপত্র পেশ করেন অমিত শাহ। আর মনোনয়নপত্রের সঙ্গে অমিত শাহ যে হলফনামা দাখিল করেছেন, তাতে দেখা যাচ্ছে

 

অমিত শাহের বিরুদ্ধে রয়েছে দুটি ফৌজদারি মামলা। বিহার ও পশ্চিমবঙ্গে দুটি করে মামলা রয়েছে অমিতের নামে। তবে দোষী সাব্যস্ত নন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 

বিএ দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশুনো করেছেন অমিত শাহ। তাঁর ও স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৮ কোটি ৮১ লক্ষ টাকা। ২০১২ সালে সম্পত্তির পরিমাণ ছিল ১১.৭৯ কোটি। 

শাহের হাতে নগদ অর্থ রয়েছে ২০ হাজার ৬৩৩ টাকা। তাঁর স্ত্রীর কাছে আছে ৭২,৫৭৮ টাকা। 

 

হলফনামা অনুযায়ী, শাহ দম্পত্তির কাছে ৯.৮০ লক্ষ টাকার মেয়াদি আমানত ও ২৭.৮০ টাকা সেভিংস অ্যাকাউন্টে রয়েছে। 

 

হলফনামায় অমিত শাহ দাবি করেছেন, তাঁর রোজগারের উত্স রাজ্যসভার সাংসদ হিসেবে বেতন, ভাড়া ও কৃষিজমির আয়। 

২০১৭ সালে রাজ্যসভার ভোটে হলফনামায় ৩৪.৩১ কোটি টাকার সম্পত্তি ঘোষণা করেছিলেন অমিত শাহ।  ২ বছরে তাঁর আয় বেড়েছে ৪.৫ কোটি টাকা। 

২০১২ সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অমিত শাহ। সেবার অমিত শাহ দাবি করেছিলেন, তাঁর ও স্ত্রী সোনালবেন, পুত্র জয়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১১.৭৯ কোটি টাকা। 

২০১৭-১৮ সালের আয়কর তথ্য অনুযায়ী, অমিতের আয় ছিল ৫৩.৮০ লক্ষ ও তাঁর স্ত্রীর আয় ২.৮৪ কোটি। তার আগের আর্থিক বছরে সোনালবেনের আয় ছিল ১.০৫ কোটি। একবছরে দ্বিগুণ আয়বৃদ্ধি হয়েছে অমিতের স্ত্রীর।

গত ৫ বছরে অমিতের স্ত্রীর সম্পত্তি ১৪ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ২.৩ কোটি। ১৬ গুণ বেড়েছে তাঁর স্ত্রীর সম্পত্তি।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link