`প্রণবানন্দজির সঙ্গে গভীর যোগ শ্যামাপ্রসাদ মুখার্জির`, ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে উল্লেখ শাহের

Thu, 18 Feb 2021-4:38 pm,

নিজস্ব প্রতিবেদন : একসপ্তাহের ব্যবধানে ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নামখানায় পরিবর্তন যাত্রার সূচনার পাশাপাশি বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘেও যান শাহ।

বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘের ১২৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত থাকেন অমিত শাহ। 

আধঘণ্টা ভারত সেবাশ্রম সঙ্ঘে ছিলেন অমিত শাহ। সেখানে স্বামী প্রণবানন্দজি মহারাজের আরতি করেন তিনি। 

কথা বলেন সঙ্ঘের স্বামীজিদের সঙ্গে। ভারত সেবাশ্রম সঙ্ঘের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে বেশ কিছু উপহার তুলে দেওয়া হয়।

উপহার স্বরূপ স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবি, বই ও কলস তুলে দেওয়া হয় অমিত শাহের হাতে।  

শাহের আগমনে এদিন একটি সভার আয়োজন করা হয়েছিল ভারত সেবাশ্রম সঙ্ঘে। পরিশেষে সেখানে ভাষণ দেন তিনি। 

 

অমিত শাহ বলেন, "স্বামী প্রণবানন্দজি মহারাজের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক গভীর যোগ ছিল। তিনি যে দেশ তৈরির পরিকল্পনা তিনি করেছিলেন, বর্তমান ভারত সরকারের লক্ষ্য সেই বার্তা-ই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।" 

একইসঙ্গে সমাজের প্রতি সঙ্ঘের সেবা ব্রতের কথাও নিজের ভাষণে উল্লেখ করেন শাহ। 

পরে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, "এই জায়গাটি মানবতার নৈতিক ও আধ্যাত্মিক অগ্রগতির একটি প্রধান কেন্দ্র। আমি যুবকদের স্বামীজির জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণে এবং দেশ গঠনে অবদান রাখার জন্য আহ্বান জানাই।"

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link