লোকসভায় পঞ্চায়েতের ভুল করবেন না, কেন্দ্রীয় বাহিনী থাকবে: শাহ
পঞ্চায়েতে ভোটের হিংসার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে বিঁধলেন অমিত শাহ। কর্মী-সমর্থকদের আশ্বাস দিলেন, লোকসভা ভোটে থাকবে কেন্দ্রীয় বাহিনী। নিশ্চিন্তে ভোট দেবেন জনতা।
মালদহের জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ''পঞ্চায়েত ভোটে বিজেপি-সহ বিরোধী দলের ৬৫ জনকে খুন করা হয়েছে। ১৩০০-র বেশি মানুষ জখম হয়েছে। কোটি কোটি মানুষ ভোট দিতে পারেননি''।
এরপরই অমিতের হুঁশিয়ারি, ''লোকসভায় এই ভুল করবেন না। এক একটা ইট ধসিয়ে দেব। এবার ভোট করাবে নির্বাচন কমিশন। আসবে আধা সামরিক বাহিনী। প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী''। জনসভায় ভিড়ের উদ্দেশে অমিতের প্রশ্ন, কেন্দ্রের বাহিনী থাকবে। এবার ভয় লাগবে না তো? কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সমস্বরে জবাব এল, 'না'।
এদিন অমিতের বক্তব্যে স্পষ্ট, লোকসভা নির্বাচনে হিংসা রুখতে ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর উপরেই ভরসা রাখছে বিজেপি। সেই পরিকল্পনা এদিন ফাঁস করে দিলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি।