WATCH | Shubman Gill: রাতের আলো-আঁধারি খোলা মাঠ, টিম ইন্ডিয়ার 'বিউটি কুইন' পাশে, থামলেন না শুভমন...
Shubman Gill With Indian Woman Cricketer Harleen Deol: একান্তে শুভমনের ক্লাসে হরলিন দেওল। হৃদয় ছুঁয়ে নিল ভিডিয়ো
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুভমন গিল (Shubman Gill), কিছুদিন আগেও তাঁকে ভারতীয় ক্রিকেটের আগামীর সুপারস্টার হিসেবে দেখা হচ্ছিল এই তরুণ প্রতিভাবান ওপেনারকে। ক্রিকেটমহলের একাংশ তাঁকে আবার বাইশ গজের 'প্রিন্স' বলেও ডাকেন। আপাতত এই শুভমন আলোচনার বৃত্তের বাইরে চলে গিয়েছেন। গতবছর আইপিএলে ১৭ ইনিংসে ৮৯০ রান করা শুভমনের মাথায় উঠেছিল অরেঞ্জ ক্য়াপ। সেই শুভমন এবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক হয়েছেন। না কথা বলছে তাঁর টিম (১১ ম্য়াচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৯ নম্বরে), না কথা বলছে তাঁর ব্য়াট (১১ ম্য়াচে ৩২২ রান)। এমনকী আসন্ন টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup 2024) শুভমনের ১৫ সদস্য়ের স্কোয়াডে জায়গা হয়নি। তিনি আছেন রিজার্ভে। আর এর মাঝেই শুভমনের নাম জুড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা হরলিন দেওলের (Harleen Deol) সঙ্গে!
আরও পড়ুন: KKR: নারিন...নারিন...নারিন... এবার এই নামেই বারবার ঝড়! লখনউয়ে দাদাগিরি কলকাতার
দিন দুয়েক আগের ঘটনা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত-বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল। সেই ম্য়াচে আরসিবি চার উইকেটে হারিয়ে দিয়েছিল জিটি-কে। খেলা দেখতে এসেছিলেন হরলিন ও জেমিমা রডরিগেজ। খেলার পর শুভমনের কাছে ক্রিকেটীয় টিপস নেওয়ার জন্য় এসেছিলেন আক্রমণাত্মক ব্য়াটার হরলিন। যিনি গুজরাত জায়ান্টসের হয়ে উইমেন'স প্রিমিয়র লিগ খেলেন। শুভমন খুব মন দিয়ে হরলিনকে স্ট্রোক নেওয়া থেকে শুরু করে ফুটওয়াক, সব কিছু নিয়েই হরলিনকে পরামর্শ দেন। হারলিন শুভমনের ক্লাসে অত্য়ন্ত মনোযোগী ছাত্রী হয়েই ছিলেন। সেই ভিডিয়ো গুজরাত টাইটান্সই সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছে। হরলিন ২০১৯-এর ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক করেন। হারলিন যেমন স্টাইলিশ, তেমনই ফিটনেস ফ্রিক। তাঁর ওয়ার্কআউট করার ছবি আর ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয়ে যায়। হারলিনের সৌন্দর্যে মোহিত হয়ে অনেকেই তাঁকে বলি অভিনেত্রী বলে ভুল করে থাকেন।
আরও পড়ুন: চেলসি ভুলল না তাদের অন্ধভক্তকে! বাঙালি ইউটিউবারকে ফেরাল ব্রিটিশ ক্লাব
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)