হাতে হাত ধরে অভিবাদন জনতাকে, মেদিনীপুরের সভামঞ্চে Amit Shah ও Suvendu Adhikari
নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর কলেজ মাঠে একই মঞ্চে অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। হাতে হাত ধরে একসঙ্গে অভিবাদন জানালেন উপস্থিত জনতাকে।
মঞ্চে অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। পায়ে হাত দিয়ে শুভেন্দু প্রণাম করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কেও।
সেইসঙ্গে মঞ্চে উপস্থিত, এককালের সহকর্মী সব্যসাচী দত্তের সঙ্গেও কোলাকুলি করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।
এদিন মেচেদায় গোপন বৈঠক সেরে মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে সভাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী।
মঞ্চে প্রথম সারিতে অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়ের সঙ্গে আসন গ্রহণ করেন শুভেন্দু অধিকারী।