দু-একদিনের মধ্যেই এইমস থেকে ছাড়া হবে অমিত শাহকে
সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি অমিত শাহ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই।
বৃহস্পতিবার বিজেপির তরফে জানানো হয়েছে, এক-দুদিনের মধ্যেই অমিত শাহকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানিয়েছেন এইমসের চিকিত্সকরা।
বুধবার সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে এইমসের ওল্ড প্রাইভেট ওয়ার্ডে ভর্তি হন বিজেপির সর্বভারতীয় সভাপতি। টুইটারে তিনি লেখেন, ''আমার সোয়াইন ফ্লু হয়েছে। চিকিত্সা চলছে। ইশ্বরের কৃপা ও আপনাদের প্রেম ও শুভেচ্ছায় শীঘ্রই সুস্থ হয়ে উঠব''।
এইমসের ডিরেকটর রণদীপ গুলেরিয়ার পর্যবেক্ষণে চিকিত্সকদের একটি দল তাঁর উপরে নজর রাখছে।
বিজেপির মুখপাত্র অনিল বালুনিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে,''সর্বভারতীয় সভাপতির স্বাস্থ্যে উন্নতি হয়েছে। এক-দুদিনের মধ্যেই তাঁকে ছাড়া হবে। সকলকে ধন্যবাদ''।
রাজ্যে ৫ টি সভা করার কথা অমিত শাহের। ২০ জানুয়ারি মালদহে অমিত শাহর প্রথম সভা। ২১ জানুয়ারি সিউড়ি ও ঝাড়গ্রামে সভা। ২২ জানুয়ারি জয়নগর ও কৃষ্ণনগরে আরও দুটি সভা করবেন বিজেপি সভাপতি। অমিত শাহের বাংলায় কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।