মেয়ের ব্যবহারে খুশি নন, অমৃতার সঙ্গে তুমুল অশান্তি সারার?
সারা আলি খানের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে কার্তিক আরিয়ানের, সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয় বি টাউনে। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সারা এবং কার্তিক এবার ফের কাছাকাছি আসতে শুরু করেছেন। জানা যাচ্ছে, নতুন বছরের মুহূর্ত নাকি একসঙ্গেই কাটাবেন সারা-কার্তিক
আর মেয়ে সারার সেই সিদ্ধান্তেই নাকি একেবারে খুশি নন মা অমৃতা সিং
সবে সবে কেরিয়ার শুরু করেছেন সারা। তখনই যদি কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে একের পর এক গুঞ্জন শুরু হয় তাঁকে নিয়ে, তাহলে মেয়ের কেরিয়ারের ক্ষতি হবে। সেই কারণেই সারার সঙ্গে কার্তিককে জড়িয়ে যে গুঞ্জন, তা একেবারেই না-পসন্দ অমৃতার
সূত্রের খবর, সারা আলি খান যাতে এখন মন দিয়ে কাজ করেন, সেই পরামর্শই মেয়েকে দিয়েছেন অমৃতা। কেরিয়ার ছাড়া সারার মন যাতে অন্য কোনওদিকে না য়ায়, সেই চেষ্টাই করছেন অমৃতা
কিন্তু অমৃতা যা-ই করুন বা বুলন না কেন, কার্তিক আরিয়ানের প্রতি সারার মন এখনও দুর্বল। ব্যক্তিগত জীবনের প্রভাব তাঁর কাজের উপর কিছুতই পড়বেনা, সেই কারণেই তিনি কার্তিকের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে শোনা যাচ্ছে। যদিও মায়ের মনের ইচ্ছা জানার পর সইফ-কন্যা কী করবেন, তা নিয়ে জল্পনা চলছে
এদিকে অমৃতা সিং যতই কার্তিক আরিয়ানের সঙ্গে মেয়ের নাম জড়ানোয় অসন্তুষ্ট হন না কেন, সইফের গলায় অন্য সুর। সম্প্রতি সারার সঙ্গে কার্তিকের সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর মেয়ে যদি কাউকে পছন্দ করে থাকেন, তাহলে নিশ্চই সেই ব্যক্তির গুন দেখেই তাঁর দিকে এগিয়েছেন। সারার পছন্দের উপর তাঁর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে বলেও মন্তব্য করতে শোনা যায় সইফ আলি খান-কে