উঁইয়ের তাণ্ডব! পথে বসলেন অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি
নিজস্ব প্রতিবেদন: অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলার এক মাংস বিক্রেতাকে উঁইয়ের তাণ্ডবে রীতিমত পথে বসতে হল। তিল তিল করে জমিয়ে রাখা টাকা ছিঁড়ে খেয়েছে উঁই।
এক-দুটো টাকা নয়, প্রায় ৫ লক্ষ টাকার নোট কুচিকচি করে দিল উঁই। বেশ কয়েকমাস ধরেই এই তাণ্ডব চলছে ঘরেরে কোণে। একটু একটু করে শেষ হতে চলেছে তার সম্বল, তা বিন্দুমাত্র টের পেলেন না ওই ব্যক্তি।
ছেলের হাত থেকে টাকা বাঁচাতে প্লাস্টিকের ব্যাগে করে একটি ট্র্যাঙ্কের মধ্যে রেখেছিলেন।
বাড়ি বানানোর জন্য সেই টাকা জমিয়ে রেখেছিলেন জামালিয়া। সার রাখতে যে ব্যাগে ব্যবহার করা হয়, তাতেই রেখেছিলেন টাকা।
২০২০ সালে প্রচন্ড বৃষ্টির পর সেখানে উঁইয়ের জ্বালায় পড়েন স্থানীয়রা। সেই উঁইয়ের তাণ্ডবেই শেষ হয়ে যায় জামালিয়ার সম্বল।
জামালিয়া জানিয়েছেন, হঠাৎ ট্রাঙ্ক থেকে আওয়াজ শুনে পান। এরপর ট্রাঙ্ক খুলতেই দৃশ্য মাথায় বাজ পড়ে তাঁর। ট্রাঙ্কে ছিল ৫০০, ২০০, ১০০,২০ ও ১০ টাকার নোট।