দুই-এর বেশি সন্তান থাকলে এই রাজ্যে ভাতা পাবেন দম্পতি!
# দুই-এর বেশি সন্তান থাকলে এবার থেকে বিশেষ সুবিধে পাবেন দম্পতিরা।
# দু'টির বেশি সন্তানের জন্ম দিতে উত্সাহিত করছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
# চন্দ্রবাবু নাইডু বলেন, যে সব দম্পতির দু'টির বেশি সন্তান হবে, তাঁরা বিশেষ সরকারি সুযোগ সুবিধা পাবেন।
# নিয়ম অনুযায়ী, কোনও দম্পতির দুইয়ের বেশি সন্তান হলে তিনি ভোটে দাঁড়ানোর সুযোগ পান না। অন্ধ্রপ্রদেশে আসন্ন পুরসভা ভোটে সেই নিষেধাজ্ঞা তুলে দিচ্ছেন চন্দ্রবাবু।
# ২০১১ সালের জনগণনা অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ জনবহুল রাজ্যের দিক থেকে দশ নম্বরে। যদিও তখন তেলেঙ্গানা পৃথক রাজ্য গড়ে ওঠেনি। কেন্দ্রের পরিবার পরিকল্পনা নীতির কারণে তখন অন্ধ্রপ্রদেশ জন্ম নিয়ন্ত্রণের পথে হেঁটেছিল। আর তাতেই জনসংখ্যা দিনে দিনে কমেছে বলে দাবি করেন চন্দ্রবাবু নাইডু।
# অন্ধ্রের মুখ্যমন্ত্রীর মতে, গত ১০ বছরে অন্ধ্রপ্রদেশের জনসংখ্যা ১.৬ শতাংশ কমেছে। আগামী দুই দশকে অন্ধ্র বৃদ্ধ রাজ্য পরিণত হবে। নাইডুর দাবি, অন্ধ্রের জনসংখ্যার মাত্র ৫০ শতাংশের বয়স ২৫ বছর বা তার থেকে কম। সেই সংখ্যা আরও বাড়িয়ে রাজ্যে তরুণ প্রজন্ম বাড়াতে হবে বলে মনে করেন তিনি।