১৩ বলে ৪৮! আন্দ্রে রাসেলকে `কমপ্লিট ম্যান` হিসাবে গড়েছেন যে নারী, তাঁকে চেনেন?
একজন সফল পুরুষের সাফল্যের পিছনে কোনও না কোনও নারীর অবদান থাকে। আন্দ্রে রাসেলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাঁর এই সাফল্যের পিছনে লেডি লাক কাজ করেছে।
রাসেল একাধিকবার সাক্ষাত্কারের সময় স্ত্রী জেসিম লোরার কথা উল্লেখ করেছেন। এর আগেও রাসেল বারবার বলেছেন, সুন্দরী জেসিম লরা তাঁকে কমপ্লিট ম্যান হিসাবে গড়ে উঠতে সাহায্য করেছেন।
রাসেলের স্ত্রী জেসিম লরা ডমিনিকান রিপাবলিক-এর একজন প্রথম সারির মডেল। ২০১৪ সালে রাসেলের সঙ্গে তাঁর বিয়ে হয়।
১৩ বলে ৪৮ রানের অতিমানবীয় ইনিংস খেলার পর রাসেল সাফল্য উদযাপন করলেন স্ত্রীর সঙ্গে। ড্রেসিংরুমে ফিরেই স্ত্রীকে কেক খাওয়ালেন। কলকাতা শিবির তখন রাসেল..রাসেল স্লোগানে মুখর।
বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট লিগে খেলেন রাসেল। স্ত্রী জেসিম বেশিরভাগ সময়ই রাসেলের সঙ্গে সফর করেন।
বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে রাসেলের ওরকম দানবীয় ইনিংস দেখার পর জেসিম নিজেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। রাসেল যে বরাবর এতটাই আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করেন। এমনটাই জানিয়ে গেলেন জেসিম লরা।