ছক্কা হাঁকিয়ে এমন রেকর্ড! ক্রিস গেইলকে হারিয়ে দিলেন আন্দ্রে রাসেল
যেন ছক্কাবৃষ্টি চলছে। একের পর এক ছক্কা আছড়ে পড়ছে গ্যালারির এদিক-ওদিক। সৌজন্যে আন্দ্রে রাসেল। ১২টি ম্য়াচের মধ্যে ১১টি ইনিংসে ব্যাট করেছেন দ্রে রাস। রান ৪৮৬।
এবারের আইপিএলে ছক্কার মারায় হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন রাসেল। ইতিমধ্যে ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের রেকর্ড।
রবিবার ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে তিনি গেইলকে টপকে গেলেন। ৪০ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলার মাঝে রাসেল এই রেকর্ড গড়লেন।
আইপিএলের এক আসরে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডে রাসেল এখন ৩ নম্বরে রয়েছেন।
২০১২ আইপিএলে ক্রিস গেইল ৫৯ টি ছক্কা হাঁকিয়েছিলেন। যা কিনা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ২০১৩ সালে গেইল ফের ৫৩টি ছক্কা মেরেছিলেন। আর এবার ইতিমধ্যে ৫০টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন রাসেল। ২০১১ সালে গেইল ৪৪টি ছক্কা মেরেছিলেন। রাসেল এদিন সেই রেকর্ড টপকে গেলেন। প্লে-অফের আগে আরও দুটি ম্য়াচে খেলবেন রাসেল। অর্থাত্, গেইলের ৫৯টি ছক্কার রেকর্ড ভেঙে ফেলার সুযোগ রয়েছে তাঁর সামনে।