মাথায় বল লেগে লুটিয়ে পড়লেন আন্দ্রে রাসেল, নেওয়া হল হাসপাতালে
বাউন্সারের আঘাতে লুটিয়ে পড়লেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ম্যাচে চোট পেলেন তিনি।
চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে সঙ্গে সঙ্গে স্ট্রেচারে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এর পর নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
জামাইকা তালাবাহ বনাম সেন্ট লুইস জুস্ক-এর ম্যাচ চলাকীলন মাথায় চোট পান রাসেল। হার্ডাস ভিলজয়েনের একটি বাউন্সার সরাসরি এসে লাগে তাঁর মাথায়।
বল লাগার পর প্রায় সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন রাসেল। বিপক্ষ দলের ক্রিকেটাররাও ছুটে আসেন। নেক গার্ড হেলমেট পরেননি রাসেল। যার জন্য বড়সড় বিপদ হতে পারত।
কিছুদিন আগেই অ্যাসেজ সিরিজে জোফ্রা আর্চারের বাউন্সারে চোট পেয়েছিলেন স্টিভ স্মিথ। তার পরই আইসিসির তরফ থেকে ব্যাটসম্যানদের নেক গার্ড হেলমেট পরার জন্য বলা হয়েছিল।