ছোট্ট আরভকে গায়ত্রী মন্ত্র গেয়ে শোনালেন Anita
গত ফেব্রুয়ারি মাসে মা হয়েছেন। আপাতত অভিনেত্রী অনিতা হাসানন্দানির বেশিরভাগ সময়ই কাটছে ছেলে আরভকে ঘিরে।
অনিতার ইনস্টাগ্রাম স্টোরির দিকে নজর রাখলেই দেখা যায় নবজাতক আরভকে নিয়ে কাটানো অভিনেত্রীর বেশকিছু মুহূর্ত।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনিতা হাসানন্দানির সন্তান আরভের নানান ছবি ও ভিডিয়ো।
সোশ্যালে উঠে আসা এমনই একটি ভিডিয়োতে আরভকে শান্ত করতে গায়ত্রী মন্ত্র গাইতে শোনা গিয়েছে অনিতাকে।
অনিতা হাসানন্দানির কথায় ''আমি ২৪ ঘণ্টারও বেশি সময় এখন ওর (আরভ) দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারি।'' ছবিতে ছেলেকে আদরে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে বাবা রোহিত রেড্ডিকে।