বরফে মোড়া হিমাচলে অঙ্কুশ-ঐন্দ্রিলা, প্রকাশ্যে ভালবাসার ছবি
হিমাচল প্রদেশে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ, ঐন্দ্রিলা। বরফে মোড়া পাহাড়ি রাজ্যে ছুটি কাটাচ্ছেন টলিউডের এই জনপ্রিয় জুটি। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে অঙ্কুশ, ঐন্দ্রিলা যখন ছবি শেয়ার করেন, তা হু হু করে ভাইরাল হয়ে যায়। হিমাচল প্রদেশে গিয়ে একে অপরের সঙ্গে ভালবাসায় মোড়ানো ছবি শেয়ার করেন অঙ্কুশরা। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেই হিমাচল প্রদেশে পাড়ি দেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। কেউ নিজের ছবির শ্যুটিং থেকে সময় বের করেন আবার কেউ প্রতিদিন মেগার শ্যুটিং থেকে সময় বের করে পাহাড়ি রাজ্যে পাড়ি দেন
মুম্বই বিমানবন্দরে যখন অঙ্কুশ, ঐন্দ্রিলা হাজির হন, সেই ছবি তাঁরা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন। যা চোখে পড়ার পর থেকেই জনপ্রিয় জুটিকে নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা
বরফে মোড়া হিমাচল প্রদেশ থেকে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছেন ঐন্দ্রিলা সেন এবং অহ্কুশ হাজরা। যেখানে নিজেদের ছবির উপর 'ট্রাভেল ডায়রিজ' বলে ক্যাপশন দিতেও দেখা যায় অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলাকে
হিমাচলে গিয়ে কখনও মিউজিকের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় ঐন্দ্রিলা সেনকে আবার কখনও অঙ্কুশের সঙ্গে এক ফ্রেমে ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে
২০২১ সালে টলিউডের যে জুটিরা বিয়ের বন্ধনে বাঁধা পড়তে পারেন, তাঁদের মধ্যে অন্যতম অঙ্কুশ, ঐন্দ্রিলা। যদিও কবে ওই জুটি সাতপাকে বাঁধা পড়ছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি
অনির্বাণ-মধুরিমা, দেবলীনা-গৌরবের পর এবার নীল-তৃণা এবং অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে গুঞ্জন অব্যাহত