Ankush| Sandipta: নতুন পথচলা শুরু অঙ্কুশের, সঙ্গী সন্দীপ্তা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রযোজক হিসাবে নিজের জার্নি শুরু করার মুখে কিছুটা থমকে যান অঙ্কুশ। 'নেক্সজেন ভেঞ্চার্স'-এর সঙ্গে হাত মিলিয়ে এগিয়েছিলেন 'মির্জা' বানানোর কাজে। তবে নাহ, শুরুতেই মতোবিরোধ। আর সেকারণেই 'নেক্সজেন ভেঞ্চার্স'-এর থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছে 'অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স'। আর একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অঙ্কুশ।
তবে তিনি আশ্বাস দিয়েছেন যে, মির্জা আসবেই। হয়তো রিলিজে সামান্য দেরি হবে তবে সেই ছবি মুক্তি পাবে। এরই মাঝে অঙ্কুশের বড় ঘোষণা। নতুন পথচলা শুরু করলেন অভিনেতা।
ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন তিনি। পরিচালক নির্ঝর মিত্রর নতুন সিরিজ ‘শিকারপুর’।
রহস্য, রোমাঞ্চ ও টানটান উত্তেজনায় ভরপুর থাকবে এই সিরিজ। দুই মুখ্য চরিত্র কেষ্ট ও চুমকি। তাঁরা একে অপরকে ভালোবাসেন। এই দুই চরিত্রে দেখা যাবে অঙ্কুশ ও সন্দীপ্তাকে।
প্রথমবার সন্দীপ্তার সঙ্গে জুটি বাঁধছেন অঙ্কুশ। সন্দীপ্তার বাবার চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
জি ফাইভে মুক্তি পাবে ওয়েবসিরিজ ‘শিকারপুর’।