মে মাসেই ফের আসছে ঘূর্ণিঝড়?
মে মাসের প্রথমেই ঘণ্টায় ১৭৫ কিমি গতিবেগে ওড়িশার উপকূলে আছড়ে পড়েছিল ফণি। তীব্র ঘূর্ণিঝড় (এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) ফণির আতঙ্ক ছড়িয়েছিল চারপাশে। তবে ফণি বাংলাদেশে সরে যাওয়ায় এ যাত্রায় বাংলার বিপদ কেটে যায়।
এদিকে মে মাসেই ফের আসছে ঘূর্ণিঝড়!
মে মাসের শেষ দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বায়ু। ফণি নামটি যেমন দিয়েছিল বাংলাদেশ। এবার পরবর্তী ঝড়ের নাম দিয়েছে ভারত- বায়ু।
২৬ মে থেকে ৩ জুনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড় বায়ু। এমনটাই পূর্বাভাস।
তবে কোথায় এই ঝড় আছড়ে পড়বে তা এখন থেকে বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড় তৈরি হলেই তা বোঝা যাবে।