Anubrata Mondal: বীরভূমের দলীয় রাজনীতি এবার কোন পথে? অনুব্রত নিয়ে চলে এল মমতার অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ...
এই বৈঠক ঘিরে টানটান উত্তেজনা দলের অন্দরে। সকলেই জানতে আগ্রহী, কী সিদ্ধান্ত হয় কোর কমিটির বৈঠকে? কোন পথে বীরভূমের রাজনীতি?
দু'বছর পরে গোরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল।
তাঁর অবর্তমানে দলের সাংগঠনিক হাল ধরতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। কিন্তু অনুব্রত ফেরার পরেও সেই কোর কমিটি বিদ্যমান।
এই কোর কমিটিতে রয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ।
২ মাস কোর কমিটির কোনও বৈঠক হয়নি বলে সোচ্চার হয়েছিলেন অনুব্রতর যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখ। তার পরেই দেখা গেল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দেন। সেই বৈঠক অনুব্রত মণ্ডলকে নিয়েই করতে হবে, এমনও নির্দেশও দেন নেত্রী। ফলে অনুব্রতর প্রত্যাবর্তনে এই প্রথম কোর কমিটির বৈঠক। অনুব্রতকে মধ্যমণি করে এই বৈঠক শুরু হয়। তাই বৈঠক ঘিরে টানটান উত্তেজনা দলের অন্দরে।
এদিন, বোলপুরে তৃণমূল-কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। রুদ্ধদ্বার এই বৈঠকে কাজল-কেষ্ট মুখোমুখি। রয়েছেন কোর কমিটির বাকি সদস্যরা ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন প্রতিনিধিও।