Anubrata Mondal: `আমি দিদিকে ভালোবাসি, দিদি আমাকে...`, বাড়ি ফিরে চোখে জল কেষ্টর!

Tue, 24 Sep 2024-11:21 am,

প্রসেনজিত্‍ মালাকার: ১৮ মাস পর তিহাড় জেলের বাইরে অনুব্রত মণ্ডল। রাতেই মেয়ে সুকন্যাকে নিয়ে রাজ্যে বীরভূমের কেষ্ট।  প্রস্তুত সিউড়ির তৃণমূলের পার্টি অফিস। এদিকে কলকাতা বিমানবন্দরে নেমেই স্বমেজাজে দেখা মিলল তাঁর। 

বীরভূমের মাটিতে পা রেখেই অনুব্রত জানিয়েছেন, ‘দিদির জন্য আমি আছি। বরাবরই থাকব’। এদিন সংবাদমাধ্যমে কেষ্ট বলেন, 'ভালো আছি। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, দিদিও আমাকে ভালোবাসেন। দিদিকে সারা পশ্চিমবঙ্গ ভালোবাসে।'

ঘটনাচক্রে জেলার বন্যা পরিস্থিতি দেখতে ওই দিন বীরভূমে থাকার কথা মুখ্যমন্ত্রীরও। এই আবহে দলনেত্রীর সঙ্গে কি অনুব্রতের সাক্ষাত্‍ হতে পারে? 

অনুব্রত ইঙ্গিত দিলেন, 'দিদি'র সঙ্গে দেখা হতে পারে আজই। বললেন, 'আজ দিদি আসছেন। শরীর ভাল থাকলে দেখা হবে। দিদির জন্য সবসময় আছি।' 

গ্রেফতারের সময় কেষ্ট দলের বীরভূম জেলার সভাপতি ছিলেন। তবে তাঁর অনুপস্থিতিতে মমতা কোর কমিটি গড়ে দেন বীরভূমে। যার দেখভাল করার দায়িত্ব তিনি নিজের কাঁধেই তুলে নেন।

যদিও অনুব্রত বন্দি থাকাকালীন কাজল বা শতাব্দী দুজনেই অবশ্য বার বার মমতার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু কেষ্ট স্বমহিমায় ফিরলে তাঁদের সঙ্গে সমীকরণ কী হবে? জেলার কোর কমিটির কী হবে? মমতা কি ফের কেষ্টর হাতে তুলে দেবেন সংগঠনের লাগাম? 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link