Anupam Kher at Kalighat: রবিবাসরীয় সকালে কালীঘাটে `বিজেপি ঘনিষ্ঠ` অভিনেতা অনুপম খের...

Sun, 12 Mar 2023-4:04 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সকালে কালীঘাটে হাজির অভিনেতা অনুপম খের। অভিনেতাকে এক ঝলক দেখতে উপচে পড়ে ভিড়।

 

বিজেপি ঘনিষ্ঠ এই অভিনেতার কালীঘাটে আসা নিয়ে শুরু হয় জলঘোলা। তাহলে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি, কারণ ঐ অঞ্চলেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়?  

 

অনুপমের স্ত্রী অভিনেত্রী কিরণ খের বিজেপির প্রাক্তন সাংসদ। অভিনেতাকেও দেখা গেছে নানা বিষয়ে তিনি কেন্দ্রীয় শাসকদলের সমর্থনেই কথা বলেন।

 

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিনা জানা না গেলেও অভিনেতা জানান যে, তিনি কালী মন্দিরে পুজো দিতে এসেছেন। অভিনেতার পরনে ছিল খয়েরি পাঞ্জাবী ও গলায় জবার মালা।

 

অনুপম বলেন, ‘এখানে এসে খুব ভাল লাগছে। আমি দেশের ঐক্যের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি। আমার বন্ধু সতীশ কৌশিকের আত্মার শান্তি কামনা করেও প্রার্থনা করেছি। জয় মা কালী।’

 

শহরের এক অনুষ্ঠানে যোগদান করতে মুম্বই থেকে এসেছেন অনুপম খের। তার আগেই কালীঘাটে হাজির হয়েছেন তিনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link