Anushka Sharma Photo: ছুটির মুডে বিরুষ্কা, সমুদ্র সৈকতে গেরুয়া মনেকিনিতে `হট` অনুষ্কা
নিজস্ব প্রতিবেদন: আইপিএলের পরেই ছুটি কাটাতে মলদ্বীপ পাড়ি দিয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি, সঙ্গে ভামিকা। রবিবার সকালেই মলদ্বীপের সমুদ্র সৈকত থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নায়িকা।
কখনও মলদ্বীপের নানা রঙে রঙিন আকাশ কখনও আবার খাবারের ছবি পোস্ট করছিলেন নায়িকা। তবে রবিবার নেটদুনিয়ায় তাক লাগিয়েছেন অনুষ্কা।
ক্যামেরার টাইমার সেট করে নিজেই নিজের ফটোশুট করেছেন নায়িকা।
গেরুয়া মনোকিনিতে সমুদ্র সৈকতে উত্তাপ ছড়ালেন অনুষ্কা, মাথায় একটি বিচ টুপি।
নিজের তোলা ছবিতে নিজেই মেতেছেন অনুষ্কা। তাঁর পছন্দের ছবি কোনটি জানাতে ভোলেননি নায়িকা।
সামনে বিস্মৃত নীল মসুদ্রে, সেখানে মিশেছে। এতো নীলের মাঝে কমলা মনোকিনিতে সিজলিং অনুষ্কার থেকে চোখ ফেরানো দায়।