আইনজীবীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নয়, জানাল দিল্লি হাইকোর্ট
শনিবার গাড়ি পার্কিং নিয়ে আইনজীবীদের সঙ্গে পুলিসের তুলকালাম পরিস্থিতি তৈরি হয় তিস হাজারি আদালত চত্বরে। পুলিসের তরফে গুলি চালনা হয় বলে অভিযোগ।
বার কাউন্সিলের চেয়ারম্যান জানান, আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে পুলিসকে। বিচারপতিদের নিরাপত্তা তুলে নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে পুলিস। আদালতকে এভাবে অবমাননা উচিত নয় বলে জানান তিনি।
বিক্ষোভকারী আইনজীবীদের দাবি, মঙ্গলবার যে সব পুলিস বিক্ষোভ প্রদর্শন করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে
পাটিয়ালা কোর্ট, সাকেত জেলা আদালতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
আজ দিল্লির পুলিসের বিক্ষোভের প্রতিবাদে পালটা বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা।
দিল্লি হাইকোর্টের এই রায়কে নৈতিক জয় বলে ব্যাখ্যা করছেন আইনজীবীরা।
জোর ধাক্কা খেল দিল্লি পুলিস। তিস হাজারি কাণ্ডে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, আইনজীবীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।