RUN FOR FRESH AIR: রবিবার শহরে ম্যারাথনের উদ্যোগ নিল অ্যাপেলো হাসপাতাল
নিজস্ব প্রতিবেদন: বিশুদ্ধ হাওয়ার জন্য দৌড়। শহরের বাতাসে ক্রমশ মিশছে কার্বন ডাই মনোক্সাইড। সুস্থ থাকার জন্য সকালের বিশুদ্ধ হাওয়া আমাদের জীবনকে নতুন দিশা দেখাতে পারে। RUN FOR FRESH AIR-এক অভিনব ম্যারাথনের আয়োজন করল অ্যাপেলো হাসপাতাল।
এটি ম্যারাথনের প্রথম সংস্করণ। রবিবার সকালে রেড রোড থেকে শুরু হবে হাফ ম্যারাথন। সকাল সাড়ে ৬টায় ফ্ল্যাগ অফ। ২১, ১০ আর তিন-এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই ম্যারাথন।
ম্যারাথনে অংশ নেবেন সাংসদ নুসরত জাহান। থাকবেন অভিনেতা প্রসেনজিত চ্যাটার্জি ও ঋতাভরী চক্রবর্তী।
ম্যারাথন প্রসঙ্গে অ্যাপলো হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জয় বসু জানান,শহরের বাতাসে দূষিত হাওয়া মিশে বিষিয়ে গেছে। প্রায় প্রতিদিনই ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষজন।
বিশুদ্ধ হাওয়া পেতে ম্যারাথনের মাধ্যমে তারা একটা গণজাগরন তৈরি করতে চান বলে জানিয়েছেন জয় বসু।