Apple iPhone 13 Series: অবশেষে বাজারে আইফোন ১৩, লঞ্চ ইভেন্ট শুনল বলিউডের `দম মারো দম`

Wed, 15 Sep 2021-10:59 am,

নিজস্ব প্রতিবেদন: অবশেষে বহু প্রতীক্ষীত নতুন আইফোন (iPhone) এল বাজারে। বুধবার নতুন আইফোন ১৩ সিরিজ (iPhone 13 Series) প্রকাশ করল অ্যাপেল (Apple)। অনলাইন লঞ্চ ইভেন্টে (Lanuching Event) আইফোন ১৩-র বিজ্ঞাপনে শোনা গেল জনপ্রিয় 'দম মারো দম' (Dum maro Dum) গানের অংশ। বলিউডে সত্তরের দশকে 'হরে রামা হরে কৃষ্ণা' ছবিতে আর ডি বর্মণের আশা ভোঁসলের গাওয়া গান এটি। সুদূর ক্যালিফোর্নিয়ায় অ্যাপেল পার্কের অনুষ্ঠানে শোনা গেল বলিউডের গান।

মঙ্গলবার একইসঙ্গে অ্যাপেল ওয়াচ ৭সিরিজ (Apple watch 7 Series), আইপ্যাড (iPad) ও ম্যাকের (Mac) নতুন মডেলও প্রকাশ হয়। তবে সিংহভাগ মানুষই উদগ্রীব ছিলেন আইফোনের নতুন মডেলের জন্য। যদিও আগের আইফোনের থেকে খুব বেশি বদল চোখে পড়ল না। একনজরে দেখে নিন বেশকিছু ফিচারস।

 

১) নতুন সিরিজের মিনি মডেলটি ৫.৪ ইঞ্চি, আইফোন ১৩ ফোনটি ৬.১ ইঞ্চির। আইফোন ১৩ প্রো মিলবে ৬.১ ইঞ্চিতে। 

২)আগের মতো একই রয়েছে বেজেলহীন ডিসপ্লে। তবে প্রায় ২০ শতাংশ ছোট হয়েছে নচ।

৩) ক্যামেরা কেসিং রয়েছে আইফোন ১২-র মতোই। অপেক্ষাকৃত উজ্জ্বল হয়েছে ডিসপ্লে।

৪)  গ্রাফাইট, গোল্ড, সিলভার এবং সিয়েরা ব্লু রঙে পাওয়া যাবে নতুন আইফোন।

৫) অ্যাপেলের নিজস্ব A15 বায়োনিক চিপ থাকছে ফোনটিতে। যার ফলে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ দ্রুত পারফরমেন্স মিলবে। একইসঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বেশি ব্যাকআপ দেবে আইফোন ১৩।

 

মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ১৩ সিরিজের দাম (iPhone Series Price) শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৯ হাজার টাকার কাছাকাছি।  যদিও স্থানীয় কর যুক্ত হলে দাম কিছুটা প্রভাবিত হবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link