দু`দিনে প্রায় এক লাখ আক্রান্ত দেশে, এক দিনে করোনা জয় ৩৬ হাজার

Sun, 26 Jul 2020-10:50 am,

নিজস্ব প্রতিবেদন: দেশে শনিবারই নোভেল করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়েছে। দুদিন আগেই সংখ্যাটা ছিল ১২ লক্ষ। গত ২৪ ঘন্টায় নোভেল করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৬১ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ১৪৫ জন। দেশে এপর্যন্ত মোট নোভেল জয় করে বাড়ি ফিরেছেন ৮ লক্ষ ৮৫ হাজার ৫৭৭ জন। এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৬৭ হাজার ৮৮২ জন।  গত ২৪ ঘন্টায় দেশে নোভেলের বলি ৭০৫ জন। দেশে মোট করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩২ হাজার ৬৩ জন।

দেশে এখনও করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে করোনা আক্রান্ত মোট ৩ লক্ষ ৫৭ হাজার ১১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ লক্ষ মানুষ। সক্রিয় করোনা আক্রান্ত এখন ১ লক্ষ ৪৪ হাজার ১৮ জন। মোট প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ১৩২ জন।

ঠাকরে রাজ্যের পরেই করোনা বিধ্বস্ত তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৯৯ হাজার ৭৪৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪৩ হাজার ২৯৭। সক্রিয় করোনা আক্রান্ত ৫৩ হাজার ১৩২। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩২০।

 

দিল্লিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮৬৬ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা কমেছে ৮৭৩। রাজধানীতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৩৮৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১০ হাজার ৯৩১ জন। এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার ৬৮১। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭৭৭ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link