সাধ্যের মধ্যে সখের স্কুটি, নজরকাড়া লুকস, ফিচার্স নিয়ে হাজির Aprilia Storm 125
Aprilia SR 125 বাজার কাঁপিয়েছে। এবার বাজার কাঁপাতে আরও একটি নতুন মডেল-এর স্কুটি ভারতে লঞ্চ করাল Aprilia India.
Aprilia Storm 125 হাজির অসাধারণ লুকস ও দারুণ ফিচার্স নিয়ে। একই সেগমেন্ট-এর TVS Ntorq, Suzuki Access 125, Honda Grazia and Hero Maestro Edge 125-এর মতো স্কুটিগুলিকে চ্যালেঞ্জ জানাতে।
Aprilia Storm 125 এর দাম ৬৫ হাজার টাকা (এক্স-শোরুম)। সাধ্যের মধ্যে সখপূরণ হতে পারে আপনার। Aprilia Storm 125-কে ইতিমধ্যে মোস্ট এফর্ডেবল স্কুটি বলা হচ্ছে।
ম্যাট লাল ও ম্যাট হলুদ, এই দুটি রঙেই আপাতত পাওয়া যাবে Aprilia Storm 125. 124.9cc air-cooled, single-cylinder ইঞ্জিন, front fork ও rear monoshock একেবারে Aprilia SR 125-এর মতোই। তবে Aprilia Storm 125-এ ডিস্ক ব্রেক থাকছে না। দুই চাকাতেই থাকবে ড্রাম ব্রেক।
9.6PS of power and 9.9Nm of torque থাকবে Aprilia Storm 125-এ। এছাড়াও থাকবে CVT transmission.