Arabul Islam: ছেলেকে সঙ্গে নিয়েই ১০ মাস পর... ভাঙড় নিয়ে আরাবুল বললেন `বড়` কথা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ মাস পর পঞ্চায়েত সমিতির অফিসে আরাবুল ইসলাম। সঙ্গে পুত্র হাকিমুল ইসলাম।
এদিন বাড়ি থেকে পঞ্চায়েত সমিতির অফিসে আসার পথে বিভিন্ন মোড়ে মোড়ে তৃণমূল কর্মী-সমর্থকরা ফুলের মালা পরান আরাবুল ইসলামকে।
আরাবুল বলেন, দল পাশে ছিল। দল পাশেই আছে। আরও বলেন , তিনি চক্রান্তের শিকার। ভাঙড়ের মানুষ তাঁর পাশে ছিল, আছে ও থাকবে।
দলের নির্দেশেই তিনি পঞ্চায়েত সমিতির অফিসে এসেছেন বলেও জানান আরাবুল ইসলাম। এও বলেন যে, তিনি ভাঙড়ের মানুষের উন্নয়নে কাজ করবেন।
ওদিকে আরাবুল ইসলাম যখন ভাঙড়-২ বিডিও অফিসের মধ্যে পঞ্চায়েত সমিতির দফতরে, তখন সেখানে উপস্থিত শওকত মোল্লার ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তৃণমূল নেতা খইরুল ইসলাম।