Arabul Islam: ছেলেকে সঙ্গে নিয়েই ১০ মাস পর... ভাঙড় নিয়ে আরাবুল বললেন `বড়` কথা!

Mon, 02 Dec 2024-1:10 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ মাস পর পঞ্চায়েত সমিতির অফিসে আরাবুল ইসলাম। সঙ্গে পুত্র হাকিমুল ইসলাম।

এদিন বাড়ি থেকে পঞ্চায়েত সমিতির অফিসে আসার পথে বিভিন্ন মোড়ে মোড়ে তৃণমূল কর্মী-সমর্থকরা ফুলের মালা পরান আরাবুল ইসলামকে।

আরাবুল বলেন, দল পাশে ছিল। দল পাশেই আছে। আরও বলেন , তিনি চক্রান্তের শিকার। ভাঙড়ের মানুষ তাঁর পাশে ছিল, আছে ও থাকবে। 

দলের নির্দেশেই তিনি পঞ্চায়েত সমিতির অফিসে এসেছেন বলেও জানান আরাবুল ইসলাম। এও বলেন যে, তিনি ভাঙড়ের মানুষের উন্নয়নে কাজ করবেন। 

ওদিকে আরাবুল ইসলাম যখন ভাঙড়-২ বিডিও অফিসের মধ্যে পঞ্চায়েত সমিতির দফতরে, তখন সেখানে উপস্থিত শওকত মোল্লার ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তৃণমূল নেতা খইরুল ইসলাম।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link