মৃত্যুর জল্পনার মাঝেই সৈকত শহরে দেখা মিলল কিম জং উনের ব্যক্তিগত ট্রেনের
উত্তর কোরিয়ার সর্বশক্তিমান প্রধান কিম জং উন কি সত্যিই মারা গিয়েছেন? হংকং-এর এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সেদিকে তাকিয়ে বিশ্ব। কিন্তু 21 এপ্রিল থেকে 23 এপ্রিল তিনি খুব সম্ভবত উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের বিলাসবহুল সৈকত শহর উনসনে ছিলেন। এমনই দাবি করেছে উত্তর কোরিয়ার ওপর নজরদারি রাখা ওয়াশিংটনের একটি প্রকল্প।
'থার্টি এইট নর্থ' নামের সেই প্রকল্পের প্রকাশিত উনসনের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে কিম জং উনের নিজস্ব ট্রেনটি উনসন স্টেশনে দাঁড়িয়ে আছে। নিয়মমাফিক গোটা স্টেশনটি রিজার্ভ করা আছে কিম জং উনের জন্য।
তবে কিম জং উন কি উনসনেই ছিলেন? সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি সেই সংস্থা। তবে উপগ্রহ চিত্র থেকে জল্পনা উঠেছে, বিলাসবহুল সৈকত শহরে গিয়ে থাকতে পারেন তিনি। সেখানেই হয়তো আইসোলেশন-এ আছেন নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার এমনটাই মনে করছেন অনেকে।
শেষবার ১১ এপ্রিল নর্থ কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে কিম জং উনের বিষয়ে খবর মিলেছিল। তারপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি। হংকংয়ের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি থেকেই এরপর তার মৃত্যুর জল্পনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কিন্তু তার মৃত্যুকে ঘিরে কেন এত চিন্তিত বিশ্ব?
কিম জং উনের খামখেয়ালি আচরণের কারণে এমনিতেই চিন্তিত থাকেন বিশ্বনেতারা। এর মধ্যে তাঁর মৃত্যুতে উত্তরসূরী কে হবেন তাই নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন এসে যায়। আর সেই কারণেই জল্পনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।