বিয়ের মরশুম, প্রি-ওয়েডিং ফটোশুট করলে এই ব্যাপারগুলি অবশ্যই মাথায় রাখুন
বিয়ের মরশুম শুরু। একের পর এক বিয়ের ডেট। আর সোশ্যাল মিডিয়ার যুগে দিতেই হবে একের পর এক ঝা চকচকে ছবি। না হলে কি আর মান রক্ষা হবে! কী ভাবছেন! প্রি-ওয়েডিং শুট করে ফেলবেন এবার! তার আগে কয়েকটা ব্যাপার একটু মনে করিয়ে দেওয়া যাক।
ফটোগ্রাফার বাছাই বড় দায়িত্ব। আপনার সাধ্যের বাজেটের মধ্যে ঠিকঠাক একজন ফটোগ্রাফার বাছাই কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার। কোনওভাবেই এই বিষয়ে কোনওরকম আপোস করবেন না।
প্রি-ওয়েডিং ফটোশুট-এর ক্ষেত্রে আসলে কিন্তু থিম বাছাইয়ের উপর জোর দেওয়াটা প্রয়োজন। আপনার সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে ভালবাসার গল্প, আপনাদের ভালবাসার যাত্রাপথ যেন ছবির মাধ্যমে ফুটে ওঠে। খেয়াল রাখবেন! ছবি তোলার আগে মগজে থিম সাজাতে শুরু করুন।
পোশাক বাছাই একটা বড় ব্যাপার। কেমন পোশাক আপনাকে মানাবে। দিনের বেলা বা গোধূলি বেলায় ফটোশুট হলে জামা-কাপড়ের রঙ বাছাই হবে একেবারে আলাদা। তা ছাড়া আলো এবং গায়ের রঙ বুঝে জামা-কাপড় বাছাই গুরুত্বপূর্ণ।
আপনাদের রূপ, ফটোগ্রাফারের হাত যশের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ছবিতে আলাদা মাত্রা এনে দিতে পারে। তাই লোকেশন বাছতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। দরকার পড়লে বন্ধু বা আত্মীয়দের থেকে পরামর্শ নিন। ঘুরতে ভালবাসেন এমন কাউকেও জিজ্ঞেস করতে পারেন। ভাল লোকেশন-এর খোঁজ করে ফটোশুট প্ল্যান করুন।