আপনি কি অন্তঃসত্ত্বা? কীভাবে বুঝবেন? জেনে নিন লক্ষ্যণগুলো
বার বার প্রস্রাব পাওয়ায়, বমি পাওয়ায়, খাবার হজমে সমস্যা দেখা দেওয়ার জন্য ঘুম ভালো হয় না। ফলে শোয়ার ভঙ্গীও বিভিন্ন হতে থাকে
অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম পর্যায়ে মেয়েদের মুড প্রচণ্ড পরিমানে পরিবর্তন হতে থাকে
বমি বমি ভাব দেখা দেওয়ায় এই সময়ে খাওয়ায় অরুচি দেখা দেয়। কোনও কিছুই খেতে ইচ্ছে করে না
প্রস্রাব পেলে তা কন্ট্রোল করায় সমস্যা দেখা দেয়
মাঝে মধ্যেই পেটে ব্যথা হতে পারে
প্রেগনেন্সির প্রথম পর্যায়ে হাল্কা রক্তপাত হতে পারে
পিরিয়ডের দিন পেরিয়ে যাওয়া অন্তঃসত্ত্বা হওয়ার সাধারণ লক্ষ্যণ
শারীরিক এবং হরমোনের পরিবর্তনের জন্য প্রেগনেন্সির প্রথম পর্যায় কঠিন পরিশ্রমে অল্প সময়ের মধ্যেই ক্লান্তি দেখা দেয়
প্রেগনেন্সির ক্ষেত্রে বমি বমি ভাব, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, হজমের গোলমাল দেখা দেয়
অন্তঃসত্ত্বা হওয়ার প্রথমদিকের লক্ষ্যণ হল আপনার স্তন ফোলা লাগবে। এবং স্তনে পরিবর্তনও লক্ষ্য করবেন