২০৩০ ফুটবল বিশ্বকাপ: একসঙ্গে বিড করবে আর্জেন্টিনা-চিলি-প্যারাগুয়ে-উরুগুয়ে
২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের আসর কোথায় বসবে। এবার বিড জমা পড়ার সময়।
২০৩০ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য একসঙ্গে বিড করছে লাতিন আমেরিকার এই চারটি দেশ- আর্জেন্টিনা-চিলি-প্যারাগুয়ে-উরুগুয়ে।
চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা নিশ্চিত করেছেন যে আর্জেন্টিনা-চিলি-প্যারাগুয়ে এবং উরুগুয়ে একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে বিড করতে চলেছে।
একসঙ্গে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের ইচ্ছেপ্রকাশ করেছে মরোক্কো-স্পেন-পর্তুগাল।
২০৩০ সালে একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে চায় গ্রিস-বুলগেরিয়া-সার্বিয়া-রোমানিয়া