Arijit Singh Birthday: ১৬০ কোটির সম্পত্তি! গান প্রতি কত পারিশ্রমিক পান অরিজিৎ?

Soumita Mukherjee Thu, 25 Apr 2024-7:31 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা বেশ কয়েকবছর ধরেই অরিজিৎ সিংয়ের(Arijit Singh) জনপ্রিয়তা আকাশছোঁয়া। বৃহস্পতিবার ৩৭-এ পা দিলেন এই প্রজন্মের জনপ্রিয়তম গায়ক অরিজিৎ সিং। 

 

তাঁর জনপ্রিয়তা যতই বাড়ুক, অরিজিৎ একেবারেই মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন। 

 

মুম্বইয়ের ৮ কোটির অ্যাপার্টমেন্ট ছেড়ে জিয়াগঞ্জে পরিবারের সঙ্গে মধ্যবিত্ত জীবন কাটাতেই ভালোবাসেন অরিজিৎ। 

 

প্লেব্যাকের পাশাপাশি অরিজিতের কনসার্টের জন্যও হাপিত্যেশ করে বসে থাকে ফ্যানেরা। যতই আকাশছোঁয়া হোক তাঁর কনসার্টের টিকিটের দাম, ভক্তরা তা মিস করেন না। 

 

কনসার্ট প্রতি কত পারিশ্রমিক নেন অরিজিৎ? জানা যাচ্ছে যে কনসার্ট প্রতি তাঁর পারিশ্রমিক ৫ কোটি। 

 

চলতি বছরের হিসেব অনুযায়ী, ১৬০ কোটি টাকার সম্পত্তির মালিক অরিজিৎ সিং। 

 

তাঁর বার্ষিক আয় নাকি ১৫ কোটি। বছরে আয়কর দেন তিন কোটি। 

 

দেশে সবচেয়ে বেশি আয়কর যাঁরা দেন সেই তালিকার নাম রয়েছে গায়কের। 

 

গান প্রতি তিনি পারিশ্রমিক নেন প্রায় ২৫ লক্ষ টাকা। শাহরুখের বেশরম রং ও ছলেয়া গাইতে ২৫ লক্ষ টাকা নিয়েছেন অরিজিৎ। 

 

এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে ১ থেকে ২ কোটি টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link